রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ই মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ই মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন এর আয়োজন করা হয়।

মানববন্ধনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্যগণসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আহত ও নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্যে উল্লেখ্য যে, ওই ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুনর্বাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। প্রতিবার প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হলেও আদো সেটা প্রধানমন্ত্রী বরাবর পৌঁছায় কিনা তাও সন্দেহ রয়েছে। বক্তব্যে আরো বলেন, আমরা সকলে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। এবং সকল আহত এবং নিহতদের পরিবারের পূর্নবাসন এবং পরিবারের যোগ্য সন্তানদের চাকরি চাই।

মানববন্ধন শেষে সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি এবং আহত ও নিহতদের পরিবার মিলে "উপজেলা পরিষদ নির্বাচন -২০১৯ দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত শহীদের স্মরণে" স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের কাছে স্মারকলিপি পেশ করেন নিহতের স্বজনরা।