৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বাঘাইছড়ি উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ১০টায় কাচালং সরকারি কলেজ অডিটেরিয়ামে স্বচ্ছতায় এ সভা অনুষ্ঠিত হয়।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বাঘাইছড়ি উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ১০টায় কাচালং সরকারি কলেজ অডিটেরিয়ামে স্বচ্ছতায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, রিটার্নিং কর্মকর্তা শাখাওয়াত হোসেন, জোন কমান্ডার (৫৪ বিজিবি) আসাদুজ্জামান সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় প্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন- আবুল কাইয়ুম (ভাইস চেয়ারম্যান প্রার্থী), সাগরিকা চাকমা (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী), বন্ধন আনোয়ার (ভাইস চেয়ারম্যান প্রার্থী), দীপ্তিমান চাকমা (ভাইস চেয়ারম্যান প্রার্থী), মুনসুর আলী ( ভাইস চেয়ারম্যান প্রার্থী) , অলিভ চাকমা (চেয়ারম্যান প্রার্থী) ও সুদর্শন চাকমা (চেয়ারম্যান প্রার্থী)। বক্তব্যে তারা বলেন, আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে যেন নির্দ্বিধায় নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট যেন দিতে পারে, এবং গত ৫ম উপজেলা নির্বাচনে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা যেন পুনরায় আর না ঘটে সেদিকে সর্বোচ্চ নিরাপত্তা, এবং শৃংখলা রক্ষার্থে সর্বোচ্চ আইনশৃংখলা বাহিনী (পুলিশ,আনসার,বিজিবি, র‌্যাব) মোতায়ন করা হয়।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন - উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে কেউ কোন ধরনের অপ্রীতকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। সকলকে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করার জন্য আহ্বান জানান। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনে যাতে কোন সহিংসতা, হানাহানি ও অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে ব্যাপারেও উপস্থিত সকলকে সতর্ক করা হয়।