প্রতীক পাওয়া পর থেকে নির্ঘুম প্রচারণায় ব্যস্ত বাঘাইছড়ি উপজেলার নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা শহরের অলি-গলি। মাইকে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারের হাতে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে।

প্রতীক পাওয়া পর থেকে নির্ঘুম প্রচারণায় ব্যস্ত বাঘাইছড়ি উপজেলার নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা শহরের অলি-গলি। মাইকে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারের হাতে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং আনারস প্রতীকে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অলিভ চাকমা। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা এবং প্রজাপতি প্রতীকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা নির্বাচন করবেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫ জন প্রার্থী তারা হলেন বই প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, তালা প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা, টিউবওয়েল প্রতীকে মনসুর আলী, উড়োজাহাজ প্রতীকে নিখিল জীবন চাকমা এবং চশমা প্রতীকে আনোয়ার হোসেন।
প্রতীক পাওয়া মাত্র উপজেলা বিভিন্ন এলাকায় ফেস্টুন , ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের ভাষ্য "আমার ভোট আমি দিবো, যোগ্য ব্যক্তি দেখে দিবো"।