রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাঘা ফাজিল মাদ্রাসা মাঠে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জাব্বার।
সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী  জেলা পূর্বের সভাপতি  রুবেল আলী, 
প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক পৌর আমির ও মেয়র পদপ্রার্থী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন,পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি মাস। কোরআন নাযিলের মাস। এই মাসেই রয়েছে মহিমান্বিত রজনী। আমরা চায় সুন্দর একটি রাষ্ট্র ও সমাজ গঠন। যে রাষ্ট্রে থাকবে মানুষে-মানুষে ভালোবাসা ও ভাতৃত্ব বন্ধ।
ন্যায়ের পথে সদা অবিচল থেকে আমরা দেশ ও জনগনের কল্যানে কোরআন-সুন্নাহ্ র আলোকেই রাষ্ট্র মেরামতের কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি সবুজ মাহমুদ, জেলা পূর্বের বায়তুলমাল সম্পাদক রায়হানুল হক, সাহিত্য সম্পাদক ফায়সাল আহমেদ,প্রকাশনা সম্পাদক আব্দুল মোমিন,  দাওয়াহ সম্পাদক মোখলেছুর রহমান, বাঘা উপজেলা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন,হাফেজ রাশেদুল ইসলাম, আইয়ুব আলী হাফেজ মাহাবুল ইসলাম,জাহিদুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।