বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা মাহবুব মাস্টারে নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি র্যালি অনুষ্ঠিত হয়। রবিবার ২৯ ডিসেম্বর বানারীপাড়া সর্বস্তরের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পৌর শহরের মূল সড়ক গুলো শান্তি র্যালি নিয়ে প্রদক্ষিণ করে। উজিরপুর বানারীপাড়া নির্বাচনী আসনের একমাত্র প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু এর নির্দেশে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা মাহবুব মাস্টার। তিনি আরো জানান, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। প্রত্যেক ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করলে অত্যাধুনিক সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব। বানারীপাড়ায় বিএনপির নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সহযোগী মনোভাব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। যার প্রতিচ্ছবি হিসেবে সকল ধর্ম বর্ণের উপস্থিতিতে দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি র্যালি।