বান্দরবানের দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মার্মা (৩৪) নামে এক নারী আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা ঐ নারীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, উমেপ্রু মার্মা গতকাল বান্দরবান জেলা শহর থেকে হিমাগ্রী পাড়ায় আসে এবং সোমবার সকালে খামার বাড়ীর দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি। পারিবারিক দ্বন্ধের কারণে এ ঘটনা হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়েছি খামার বাড়ীতে কাজ করতে যাওয়ার সময় উমে প্রু মার্মা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ঐ নারী গতকাল বান্দরবান জেলা শহর থেকে এলাকায় আসছিল। আজ সকালে কাজ করার জন্য খামার বাড়ীতে যাওয়ার পথে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা ধারণা করছে পারিবারিক দ্বন্ধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র দাশ বলেন, রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়া এলাকায় গুলিতে এক নারী আহত হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। আহত ঐ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।