বরগুনার বামনার ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন ডৌয়াতলা কলেজের গভর্নিং বডির সদস্য ও ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল হক খান, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিলন কৃষ্ণ হালদার, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন তালুকদার, ইউপি সদস্য মো. হেমায়েত মৃধা, কলেজ ও বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মচারীসহ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।