বিএনপিতে নিজেকে অপরিহার্য মনে করবেন না, বিকল্প অনেকেই ত্যাগের মাধ্যমে তৈরি হয়েছে, দলের ভেতরে বিশৃঙ্খলা তথা গ্রুপিং করার চেষ্টা করা হলে উভয় পক্ষকেই তার ফল ভোগ করতে হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুধী সমাবেশে এমন বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি, বর্তমান পুলিশ সংস্কার কমিটির সদস্য খান সাঈদ হাসান (জ্যোতি)। শনিবার সকালে, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ৫ই আগষ্ট পরবর্তী বিপ্লবের পর দেশে যে নতুন দিগন্তের সূচনা হয়েছে এর মাধ্যমে দেশের সকলের জন্যে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দেশে যেন কোন রাজনৈতিক অপশক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সোচ্চার থাকতে বলেন সাবেক ডিআইজি। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণত সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আাল কায়েস, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওহাব, সদস্য সচিব আজাদ হোসেন, সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার, আজিজুর রহমান মানু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, ছাত্র দলের আহ্বায়ক রিসাত হাসান নয়ন,সদস্য সচিব, আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আরিফুল ইসলাম প্রমূখ।