নাটোরের গুরুদাসপুরে বিএনপির উপজেলা ও পৌর ইউনিটের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে

নাটোরের গুরুদাসপুরে বিএনপির উপজেলা ও পৌর ইউনিটের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। শনিবার (১০ মে) রাতে চাঁচকৈড় শিক্ষা সংঘ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষের সময় শটগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ (৫২) ও দলীয় কর্মী আফতাব হোসেন (৩৫)। আহতদের গুরুদাসপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দলকে সংগঠিত করতে বিএনপি আয়োজিত এ সভায় বক্তব্য দিচ্ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। বক্তব্য চলাকালে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামালপন্থী নেতা নাজমুল করিম নজু আপত্তি জানালে উত্তেজনার সূত্রপাত হয়। শুরুতে কথাকাটাকাটি, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে চলে গুলিবর্ষণ।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দু’টি শটগানের খোসা উদ্ধার করেছে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।

পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু অভিযোগ করে বলেন, “পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এই হামলার নেতৃত্ব দিয়েছেন দুলাল সরকার।”
অপরদিকে, দুলাল সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “আব্দুল আজিজ তার বক্তব্যে কিছু নেতার নাম উচ্চারণ করলে আপত্তি জানানো হয়। পরে উল্টো আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন।”

জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমার সমর্থকদের ওপর পূর্বপরিকল্পিত হামলা হয়েছে, তবে আমার কোনো কর্মী গুলিবর্ষণে জড়িত ছিল না।”
অন্যদিকে, আব্দুল আজিজ জানান, “বক্তব্য চলাকালে নজু উত্তেজিত হয়ে ওঠেন এবং সমর্থকদের সঙ্গে তার বাদানুবাদ হয়। এরপর কী হয়েছে আমি বলতে পারছি না, কারণ আমি মঞ্চেই ছিলাম।”

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই রাউন্ড শটগানের খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, তবে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিচ্ছে, যা দলটির সামগ্রিক ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।