শনিবার (১৬ আগস্ট ) বিকেলে রাজশাহী বাঘা উপজেলার করনেশন রোড মার্কেট,বাক্স পট্টি রেল স্টেশন কলাপট্টি পারহাউজ মোর সবজি বাজার, মাছ বাজার, লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা ৬ নং আসনে বাঘা চারঘাট উপজেলার আনোয়ার হোসেন উজ্জ্বল সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন উজ্জ্বল আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বাঘা চারঘাট পৌর বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা,সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, আব্দুস সালাম সদস্য জেলা বিএনপি চারঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন পৌরো বিএনপি'র সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন।