বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়ার দাবি জানালেও এমনটা চান না বিএনপির সহযোগী সংগঠন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়ার দাবি জানালেও এমনটা চান না বিএনপির সহযোগী সংগঠন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। দল পরে আগে দেশপ্রেমীক হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। গত ২৬ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়ার দাবি জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি মনে করে, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হবে না। ২৩ সেপ্টেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত স্থায়ী কমিটির সভায় এ দাবি জানানোর সিদ্ধান্ত নেয় দলটি।দলের এমন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লুৎফুর রহমান জায়গীরদার খোকন। বৃহস্পতিবার শহরের কাজীরপয়েন্টে ইউপি চেয়ারম্যানদের অপসারণ না করার দাবিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি  আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বক্তৃতা দেন তিনি।বক্তব্যে খোকন বলেন, আমরা জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যানদের অব্যাহতি দিলে জনগণ ঝামেলায় পড়বে। দল পরে আগে দেশপ্রেমী হতে হবে। জনগণের স্বার্থে আজকে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। স্বেচ্ছাসেবক দল নেতা হয়ে দলের মহাসচিবের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করছেন, এটা দলের বিরুদ্ধে অবস্থান হয় কী না প্রশ্ন করলে তিনি বলেন, দলের মহাসচিবের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। তবে ইউনিয়ন পরিষদ উপস্থিত সময়ে অর্থাৎ নির্বাচনের ১৫ দিন আগে ভেঙে দেয়া হউক এটা চাই। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন বলেন, দলের মহাসচিবের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করাকে আমরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখবো, এবং জেলা বিএনপি’র সেক্রেটারির সাথে কথা বলে কেন্দ্রের সাথে যোগাযোগ করবো।