শনিবার ( ১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর সদরের দ্যা গ্রান্ড দাদু বাড়ী রিসোড সেন্টারে জেলা বিএনপির আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
দানবীয় সরকারকে আমরা বিদায় করেছি উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন খুনি, গনহত্যাকারী লুটেরা বাংলাদেশের সংবিধানকে তছনছ করে দিয়েছে। রাজনীতিকে তছনছ করে দিয়েছে। বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। শেখ হাসিনাকে আমরা বিদায় করে দিয়েছি ।
দুদু আরোও বলেন , ১৫-১৬ বছর আগে বিএনপি, বিএনপি'র সাথে অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা আন্দোলন করেছেন। সে আন্দোলনে অনেক মানুষ গুম হয়েছে । বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী দুই হাজারের কাছাকাছি গুম হয়েছে । অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয়টি বছর জেলে ছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান ১৫ থেকে ১৬ টি বছর নির্বাসনে কাটিয়েছেন। আমাদের অনেক নেতাকর্মী ফাসির মুখোমুখি হয়েছেন। ফাঁসিও হয়েছে । জেল খেটেছে ।
তিনি আরোও বলেন আমাদের ৬০ লক্ষ নেতা কর্মীর আড়াই লক্ষ মামলা । আমাদের লড়াই শেষ হয়নি। যতদিন আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারব। ততদিন রাজপথে আমাদের থাকতে হবে। রাজপথে মীমাংসা করতে হবে । ভোটাধিকার এখনো আমরা পাইনি।
তিনি আরোও বলেন ডক্টর ইউনুস সাহেব কথা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বার তার এক দুই মাস এদিক-সেদিক হতে পারে। তিনি একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন ব্যবস্থা করবেন। এই কথাটা আমরা বিশ্বাস করতে চাই। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ প্রত্যাশা করি । যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ এর মাধ্যমে আগামী জনপ্রতিনিধি মূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবো । ততক্ষণ পর্যন্ত সংকট কাটবে না । সংকট কাটানোর জন্য নির্বাচন জরুরী।
আমরা বলেছি মানুষ যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় , যে যার পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা আরো উন্নত করতে চাই। ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চাই। সেজন্য আমাদের আন্দোলন চলছে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর্যন্ত । আমাদের আন্দোলন চলতে থাকবে । কৃষক শ্রমিক মেহনতি মানুষকে আমরা একটি নিশ্চিন্ত জীবন দিতে চাই । লক্ষ কোটি শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার কাজের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিএনপি যদি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তার এক থেকে দেড় বছরের মধ্যে কোটি মানুষের কাজের সংস্থা করতে চায় ।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগ সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান