২০২৫ শিক্ষাবর্ষ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত কোন বই আসেনি। মাধ্যমিক পর্যায়ের শুধু ষষ্ঠ শ্রেণীর মাত্র তিনটি বই বিতরণ করা হয়েছে। বই না পেয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের হতাশা ও দুশ্চিন্তা বেড়েই চলেছে। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১০০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২৫ টির উপরে কিন্ডারগার্টেনের জন্য বই এর প্রয়োজন ১ লাখ ৮০ হাজার ৩০০ কপি। শিক্ষার্থী রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩৮ হাজার ৫ শত ৩০ জন। পাক প্রাথমিক ৭ হাজার ৫০ সহ মোট ৪৫ হাজার ৫ শত ৮০ শিক্ষার্থী রয়েছে। এছাড়াও উপজেলায় ৩৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ৩ লাখ ৫০ হাজার বই এর মধ্যে ষষ্ঠ শ্রেণীর মাত্র তিনটি বই বিতরণ করা হয়েছে। সপ্তম ও নবম শ্রেণীর কিছু বই আসার কথা রয়েছে। ১৬ টি মাদ্রাসা শিক্ষার জন্য প্রায় ৮০ হাজার বই এর মধ্যে একটি বইও আসেনি। একাধিক শিক্ষার্থীর অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছরের মতো এই বছরেও প্রথম দিন বই পাওয়া আশায় ছিলো। কিন্তু স্কুল থেকে জানানো হয় উপজেলাতে এখন পর্যন্ত বই না আসায় শিক্ষার্থীদের বই দেওয়ার জন্য স্কুল গুলোতে বই পৌঁছাতে পারেনি। উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব জানান, বই এর জন্য চাহিদা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় আমাদের কোন বই আসেনি। বই পাওয়া মাত্র বিদ্যালয়ে বিদ্যালয়ে বই পৌঁছে দিব। আশা করি শীঘ্রই বই আসবে।