দৈনিক যুগান্তর পত্রিকার পাঠকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "স্বজন সমাবেশ" বিজয়নগর উপজেলা শাখার স্বজনের উদ্যোগে এতিম, অসহায় বাচ্চাদের ঈদের নতুন কাপড় বিতরণ সম্পন্ন হয়েছে।
২৯ মার্চ ২৮ রমজান শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়, যুগান্তর প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিজয়নগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোবাশ্বের হোসেন, প্রচার সম্পাদক ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কবির আহমেদ, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ কামরুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়ামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য আব্দুল কাইয়ুম, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর শিক্ষক রেখা আক্তার, ঐষ্যি সরকার প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, স্কুল ও অসহায় অর্ধশতাধিক শিশুদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়।