বিজয় দিবসের পবিত্রতাকে মর্যাদা দিতে এবং জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সাভার সংলগ্ন সড়কে কিছু সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিজয় দিবসের প্রত্যুষে যান চলাচলের বিকল্প পথ নির্ধারণ করেছে, যা আমাদের গৌরবের এই দিনে সম্মিলিত সহযোগিতার আহ্বান জানায়।ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী-আমিন বাজার সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এর ফলে সাভার স্মৃতিসৌধের দিকে যাওয়া এবং সেখান থেকে ফেরা যানবাহনগুলোকে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করতে হবে।ডিএমপি নির্দেশনা অনুযায়ী:গাবতলী থেকে সাভারগামী যানবাহন এয়ারপোর্ট রোড ধরে আব্দুল্লাহপুর ক্রসিং হয়ে আশুলিয়ার পথ ধরবে।কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে বের হওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে ঘুরে মিরপুর ১ হয়ে দিয়াবাড়ি ক্রসিং পার হবে।আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর থেকে বামে ঘুরে আশুলিয়ার রাস্তা ধরবে।টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা হয়ে টঙ্গী দিয়ে চলবে।বিজয়ের এই মহান দিনে, একটি সুশৃঙ্খল শহরের প্রতিচ্ছবি গড়তে আমাদের সচেতনতা এবং দায়িত্ববোধ অপরিহার্য। স্মৃতিসৌধে লাখো মানুষের সমাগমে যেমন বিজয়ের গান ধ্বনিত হবে, তেমনই আমাদের পথচলার সহমর্মিতাও সেই গানে সুর মেলাবে।যেভাবে জাতীয় নেতারা স্মৃতিসৌধে প্রণতি জানাতে আসবেন, আমরাও তেমনি আমাদের কর্মক্ষেত্র কিংবা গন্তব্যে পৌঁছাতে পরিকল্পিত ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে বিজয় দিবসের মর্যাদা রক্ষা করব।