বিতর্কিত কারিকুলাম বাতিল এর দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে শিক্ষকরা। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম বাগেরহাট জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি মুফতি আবু মুসা গাজী, সেক্রেটারী মুফতি জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সেক্রেটারি হাঃ মাওঃ মোশাররফ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার মাওলানা ফারুক হোসাইন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন বাচ্চু পাইক, মুফতি তরিকুল ইসলামসহ জাতীয় শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। জুলাই মাস ছাত্র- জনতার বিজয়ের মাস। হাজার হাজার ছাত্র- জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসন মুক্ত হয়েছে। দেশকে দূর্নীতি, দু:শাসন মুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।
জাতীয় শিক্ষক ফোরাম বাগেরহাটের সভাপতি মুফতি আবু মুসা গাজী বলেন, আমরা লক্ষ্য করেছি, দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন,ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। অনতিবিলম্বে এই ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিল করতে হবে। সেই সাথে ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে। মানববন্ধন শেষে জুলাই আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দুআ অনুষ্ঠিত হয়।