আজ মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল ৮.৩০ মি. বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের (হাউদের খাল) এলাকার আব্দুল মজিদ (৬০) পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, সকালে বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বৃদ্ধ আব্দুল মজিদ সকালে ঘরের পিছনে তাল কুড়াতে গেলে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনস্থলে তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী অফিসার  (অতিরিক্ত দায়িত্ব) বিপুল সিকদার ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থান পরিদর্শন করেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।