সাভার বিপিএটিসি স্কুল এন্ড কলেজের সামনের ফুট ওভার ব্রিজের পাশে বিদ্যুৎ শর্ট-সার্কিটের কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন বিপিএটিসি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান। তারেকুজ্জামান ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে মেধা তালিকায় চান্স পেয়ে বিপিএটিসি স্কুল এন্ড কলেজে ভর্তি হয়। আজ সোমবার সকাল ৯ টায় কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরহয়। গাড়ি থেকে কলেজের সামনে নামলে দেখতে পায় বিদ্যুতের তার ছিড়ে আগুন জ্বলছে। সাথে থাকা অন্য শিক্ষার্থীরা জানায় আগুন জ্বলতে দেখে তারেকুজ্জামান ব্যাগে করে বালু নিয়ে আগুন নিভাতে গেলে ছেড়া তার হাতে লাগে। ঘটনা স্থলে থাকা তারেকুজ্জামানের বন্ধুরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে সাভার বিপিএটিসি স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সাভার এনাম মেডিকেল কলেজে চলে আসেন। এবং পরিবারের সাথে যোগাযোগ করেন। বিপিএটিসি স্কুল এন্ড কলেজের সরকারি অধ্যাপক হাসানুজ্জামান বলেন তারেকুজ্জামান কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন। এরকম দুর্ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। আরো বলেন এই দুর্ঘটনার একমাত্র কারণ বিদ্যুৎ বিভাগের গাফলতি। কিছুতেই বিদ্যুৎ বিভাগ এ দায় এড়াতে পারেন না। তিনি এই মেধাবী শিক্ষার্থীর পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে অনুরোধ করেছেন বিদ্যুৎ বিভাগের কাছে। তিনি আর উল্লেখ করেন এই মেয়েরা বেশি শিক্ষার্থীর বাবা নেই মা একজন গার্মেন্টস কর্মী তাই তাকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর কখনো না ঘটে সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে খেয়াল রাখতে অনুরোধ জানান।