বাগেরহাট জেলার মোরেলগন্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকান খোলা হয়েছে,

বাগেরহাট জেলার মোরেলগন্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকান খোলা হয়েছে,পহেলা নভেম্বর রোজ শুক্রবার সকাল ০৮ থেকে মোরেলগন্জ পৌরসভা অফিসের সামনে অস্থায়ী দোকানটি আলু,পিঁয়াজ, ডিম,কাঁচামরিচ,লেবু, মিষ্টি কুমড়া, লাউ,মুলা,বাধা কফি,ঢেঁড়স, ধনেপাতা, পটল,বেগুন,কাঁচকলা নিয়ে বসে,তাদের সাথে কথা বললে তারা ( বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোরেলগন্জ) বলেন  আজ ছোট পরিসরে শুরু করলেও এরপর থেকে প্রতি শুক্রবার বিনা লাভের দোকানটি চলমান থাকবে,তখন পরিমানে অনেক বেশি পন্য থাকবে,আজকে আমরা বাজার দর থেকে ১০০ টাকা কমে কাঁচামরিচ, ২০/৩০ টাকা কমে পিঁয়াজ, ৪ টাকা কমে বড় ডিম দিয়েছি, আগামীতে, তেল, আটা,চিনি, লবণ  রাখার চেষ্টা করবে,মাত্র ২ ঘন্টায় সকল পন্য বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন জনাব মোঃ জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) সরকার বালিকা উচ্চ বিদ্যালয়,এবং সহযোগি ভলেন্টিয়ারিং হিসাবে ছিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিডি ক্লিন মোরেলগন্জ কাজ করেছেন।