বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি ইউনিয়ন পদযাত্রা দিনাজপুরের বিরলেও পালন করা হয়েছে। উপজেলার ০৬নং ভান্ডারা, ০৮নং ধর্মপুর ইউনিয়ন’সহ ১২টি ইউনিয়ন বিএনপি স্ব-স্ব ইউনিয়নে একযোগে ইউনিয়ন পদযাত্রা করছে।

শেষে ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ০৬নং ভান্ডারা, ০২নং ফরক্কাবাদ ও ১০নং রানীপুকুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রায় অংশগ্রহন করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোজাহারুল ইসলাম। পদযাত্রা শেষে মোজাহারুল ইসলাম ১০ দফা দাবি সম্বলিত লিফলেট জনগনের মাঝে বিতরণ করেন।

এ সময় বিরল উপজেলা বিএনপির নাসের আলী প্রধান, পৌর-বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন’সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগন পদযাত্রায় অংশ গ্রহন করেন। অপরদিকে বিরল উপজেলায় ০৮নং ধর্মপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকেলে কালিয়াগঞ্জ বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রায় জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ধর্মপুর ইউপির চেয়ারম্যান নুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আসাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, যুবদলের সভাপতি আরিফ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক’সহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি/সম্পাদকবৃন্দ অংশ গ্রহন করেন।