ঘটনার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আসাদ নামের নৈশ্যকোচ বিরামপুর অতিক্রম করে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের কাছে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে আসাদ নামে এক নৈশ্যকোচ চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নজরুল ইসলাম (৪২) নিহত হন। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের মৃত: জাহের উদ্দিনের ছেলে এবং গ্রামীণ ব্যাংক বিরামপুরের দিওড় শাখার কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনা নিশ্চিত করে বলেন,মৃতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।