বিশেষ সংবাদদাতা (নোয়াখালী) নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে eআমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, উপজেলা জামায়াতের আমীর ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা, সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ বাকের, নায়েবে আমীর রহিম উল্লাহ বিএসসি, নোয়াখালী জর্জ কোর্টের সহকারী আইন কর্মকর্তা এডভোকেট আফাজ উদ্দিন আহমেদ, ডি এইচ ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুনুর রশিদ, ঢাকা আননাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট তাজুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাঈম উদ্দিন, আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আলা উদ্দিন।সোনাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ নুরুন নবীর সভাপতিত্বে উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর বলেন এদেশের মানুষ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তাই জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। আওয়ামীলীগ ১ আগষ্ট  জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছে তাদের সভানেত্রী শেখ হাসিনা ৫ দিনের মধ্যে ৫ আগষ্ট দলীয় নেতা-কর্মীদের এতিম করে বিদেশে পালিয়ে গিয়েছেন। জামায়াতের মুল অনেক শক্তিশালী। তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেয়া যাবেনা।