বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিশ্ব আশ্রয় দিবস উপলক্ষে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী। বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর এম ও) রবিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহজাহান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, বগারপাড় কমিউনিটি ক্লিনিক এর সিএইচ সিপি মল্লিকা আক্তার প্রমুখ।