হঠাৎ বিয়ের পিঁড়িতে আবদ্ধ হলেন ২৪ এর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

 
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি খান তালাত মাহমুদ রাফি নিজের ব্লু ভেরিফাইড ফেসবুক পেইজে তার হবু স্ত্রীর ছবি শেয়ার দিয়ে লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো‍‍'আ একান্ত কাম্য। ০৩/১২/১৪৩১ বাংলা।
 
অপরদিকে খান তালাত মাহমুদ রাফি'র হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতু তার ফেসবুকে তাদের ছবি দিয়ে লেখেন, আলহামদুলিল্লাহ।
 
খান তালাত মাহমুদ রাফির সঙ্গে বিয়ের পিঁড়িতে আবদ্ধ হওয়া জান্নাতুল ফেরদৌস মিতু'র বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়ার গাবতলায়।
 
খান তালাত মাহমুদ রাফি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের ৬ ওয়ার্ড জয়পুর গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে।
 
মিতুর মা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মো. জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
 
এ বিষয়ে মিতুর বাবা গণমাধ্যমকে জানান, রাফির বোন এডমিশন পরীক্ষা দিতেছে আর আমার মেয়েও একই কলেজে একই কোচিং সেন্টারে সেই কোচিং সেন্টারে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আমার কাছে প্রস্তাব দেয়। প্রথমে আমি না করে দিয়েছিলাম। পরে ওর কলেজের শিক্ষক আরও কিছু কলিগ ফোন দিয়ে বলেছে। বলার পরে আমি রাজি হয়ে গেছি। বড় ধরনের আয়োজন আমরা করতে চাইনা ওরা যদি আয়োজন করে তাহলে আমারাও আয়োজন করবো। আমার একটা মেয়ে মেয়েটা ছোট আমার খুব ইচ্ছা বড় আয়োজন করার। ভালই লাগতেছে দেশের সেবা করতেছে। সে ক্ষেত্রে ভাল'ই লাগতেছে। আমাদের পরিবারের সবাই খুশি। প্রতিবেশী যারা আছে তারাও খুশি। যেহেতু ছেলে দেশের কাজ করতেছে সে ক্ষেত্রে ভালই লাগতেছে। 
 
খান তালাত মাহমুদ রাফি'র বাবা মোঃ তরিকুল ইসলাম বলেন, (১৭ মার্চ) বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। উঠিয়ে নিয়ে আসছি। বউ এখন চট্টগ্রামে আছে। সব মিলিয়ে ভালই আছে। আলহামদুলিল্লাহ।