শুক্রবার (১১জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা সদর দৈনিক বাজার এলাকার নির্মাণাধীন একটি বিল্ডিংলের ৩য় তলায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত মোহন লাল সরকার বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজারের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে। তিনি দৈনিক বাজার এলাকায় নিজস্ব বাড়িতে স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন এবং স্থানীয় খাঁন মার্কেটে দীর্ঘদিন যাবত সার কীটনাশকের ব্যবসা করতেন।
সার ও কীটনাশক ব্যবসা পরিচালনা করতে এবং নতুন করে ৫ তলা বিশিষ্ট একটি বিল্ডিং করতে গিয়ে ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় চাপের মুখে পড়েন। পাওনাদারের চাপের কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।
বীরগঞ্জ থানার এসআই মো. জাহাঙ্গীর বাদশা রনি জানান, শুক্রবার সন্ধ্যা লাশ উদ্ধার করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, নিহত মোহন লাল সরকার একটি চিরকুটে পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় চাপে আত্নহত্যা করেছে উল্লেখ করেছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা দায়ে হয়েছে।