দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জুন সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর নেতৃত্বে সকল কর্মকর্তাগণ নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু, ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টিকে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপুর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরীল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি বীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ফেরদৌস আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ সহ বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন সহ আরো অনেকে।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু সভাপতি বক্তব্যে বলেন. বীরগঞ্জ উপজেলা পরিষদকে মডেল উপজেলা পরিষদ হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।