ছাগলনাইয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সুলতান আহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে ১১ রোববার দিনব্যাপী ছাগলনাইয়ার উত্তর যশপুর সুলতান ভিলায় অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদার। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ বীরের গল্প অন্ধুসঢ়;ষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, সুলতান আহাম্মদ ফাউন্ডেশনের সদস্য আবু সৈয়দ মজুমদার মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা ডা: আলা উদ্দিন, মোশারফ হোসেন, মোস্তফা হোসাইন, সামছুল হুদা, মো: শাহ রিয়ার, রফিকুল ইসলাম মজুমদার প্রমূখ। এসময় পস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিনু, সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী। অন্ধুসঢ়;ষ্ঠানে ফেনী জেলার ২শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিতছিলেন।