ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার কোষারানিগঞ্জ গ্রামের সালাহউদ্দিন। ১৯৭১ সালে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। ২৯ এপ্রিল মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের মলয় যুব শি*বিরে যোগ দেন। পরে তাঁকে পানিঘাট প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে মুক্তিযোদ্ধা দলের সাথে তিনি বিভিন্ন অপারেশন শুরু করেন। সালাহউদ্দিন খবর পান - তাঁর বাবাকে পাকিস্তানি সৈন্যরা ধরে নিয়ে গেছে। সেদিন রাতে তিনি বাড়ির দিকে রওনা হন। ৭ মাস পর বাড়ি ফিরে বাবা-মাকে স্বাভাবিক অবস্থায় দেখে বুঝতে পারেন, কেউ তাঁকে মিথ্যা খবর দিয়ে বাড়ী এনেছে। সিদ্ধান্ত নেন, দিনটা লুকিয়ে থেকে রাতের বেলা রওনা হয়ে হাইড আউটে ফিরে যাবেন। সালাহউদ্দিন জানতেন না, রাজাকা*ররা তাঁকে দেখে ফেলেছে। কিছুক্ষণ পরই সৈন্য আর কয়েকজন রা*জাকার তাঁদের বাড়ি ঘেরাও করে ফেলে। গ্রে*ফতার হন সালাহউদ্দিন! সালাহউদ্দিনের মা নিজের জীবনের বিনিময়ে হলেও পা*কসে*নাদের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়ে ব্যর্থ হন। এসময় তিনি ঘর থেকে কোরআন শরিফ এনে পাকসেনার ক্যাপ্টেনের হাতে দিয়ে বললেন, ‘আমার বাবাকে মারবে না, শুধু এটুকু কথা বলে যাও।’ কোরআন ছুঁয়ে ক্যাপ্টেন বলে, ‘নেহি মারুঙ্গা উনকো।’ এরপর সালাউদ্দিনকে বন্দি করে বেধেঁ ঠাকুরগাঁও সদর ছাউনিতে নিয়ে যাওয়া হয়। শুরু হয় নির্যাতন! বু*টের লা*থি, চাবু*কের আ*ঘাত, চ*ড় কি*ল ঘু*ষি...। হাত ও পায়ের সবগুলো আঙুলে পেরে*ক ঠু*কে দেয়! তবু সহযোদ্ধাদের কোন খবর দেননি তিনি। অতঃপর মাইক যোগে শহরে ঘোষনা করা হয়, বিকালে সেনা ছাউনিতে এক আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও সেনা ছাউনিতে সার্কাস পার্টি থেকে তুলে আনা ২ টি চিতা বাঘ ও ২ টি ক্ষুদে শাবক ছিল। প্রায় বিকাল। দড়ি দিয়ে পেছনে হাত বাধা সালাহউদ্দিনকে দাঁড় করানো হয় বাঘের খাঁচার সামনে। পরনের লুঙ্গি, র ক্তা ক্ত । নির্মম অ*ত্যাচারে, ক্ষুধায়, তৃষ্ণায় কাতর তিনি। তবু সালাহউদ্দিন দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে, দৃঢ় মনোবল ঠিকরে পড়ছে তাঁর চোখে মুখে। "হিং স্র প*শু মেজর মাহমুদ হাসান বেগ" বেরিয়ে এসে সালাহউদ্দিনকে উর্দুতে বললো - তোমার সামনে দুটি পথ খোলা, হয় মুক্তিবাহিনীর সমস্ত গোপন তথ্য দাও নতুবা ক্ষুধার্ত বাঘের খাবারে পরিনত হও। সালাহউদ্দিনের দৃষ্টিতে এমন কিছু ছিল - পা*কিস্তানিরা সহজেই বুঝে গেল - তিনি কোন তথ্য দেবেন না। এরপর তাঁকে ছুঁড়ে ফেলা হলো ক্ষু ধার্ত বাঘের খাঁচায়! একটা চিতাবাঘ গরগর শব্দ করে সালাহউদ্দিনের চারপাশে ঘুরে গেল। খাঁচার গ্রিলে পিঠ রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সালাহউদ্দিন। তার আগেই ক্ষুধার্ত দুই চি*তাবাঘ তাঁর ওপর ঝাপিয়ে পড়লো! ধা*রালো থাবায় আর কামড়ে ক্ষ*ত বিক্ষ*ত সালাহউদ্দিনের নিথর দেহটি লুটিয়ে পড়লো মাটিতে...