শনিবার (২৮ জানুয়ারী) বিকাল ৪টায় কদমতলা মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজ মাঠে এ দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড,আফজাল হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বরগুনা -১ আসনে সংসদ সদস্য এড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা পৌরসভার মেয়র এড,কামরুল আহসান মহারাজ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র গোলাম কবির, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীগের সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, তালতলী উপজেলার চেয়ারম্যান মোঃ রেজবি উল কবির,জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান শিহাব, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন , বরগুনা জেলা বারের সাবেক সভাপতি এড,মোতালেব মিয়া, বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মোঃ মাস্উদ সহ বরগুনা জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়লা পাতাকাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বক্তৃতারা বলেন বরগুনা জেলার মানুষের জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম দেলোয়ার হোসেন প্রথমে ইউপি চেয়ারম্যান পরে উপজেলা ও জেলা চেয়ারম্যান এবং এমপি নির্বাচিত হয়েছে। তার আমলে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।