বৃষ্টি দোহাই তোমার,
আজ শুনো মন কথা।
কোটি তারার আলোয় ভরা,
প্রথম দেখার ব্যথা।
প্রতিদিনের প্রার্থনাতে,
ডাকি তোমার নাম।
চোখের নীল স্বপ্নেতে তুমি,
তবু রয়েছ দূর-অচেনা ধাম।
প্রথম দেখার অনুরাগে,
হারিয়েছি পথ।
কোন অভিমানে চলে গেলে তুমি,
মোরে দিলে ক্ষত।
তোমার আকাশে যদি জমে,
কালো মেঘের ঘোর
আমি হবো শুভ্র মেঘের,
ভেলা ভাসা ভোর।
অঝোর ধারায় ভেসে যাবে,
বেদনার সব ছায়া।
তোমায় দেবো শান্তির দুনিয়া,
ভালোবাসার মায়া।
বৃষ্টি দোহাই তোমার
বল প্রিয়, ভালোবাসি।