অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী এবং পোনা অবমুক্ত করণে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ।


সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফিল্ড অফিসার মনিরুল ইসলাম এর সঞ্চালনায়


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাসরুল্লাহ আল মাহমুদ।

যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নিযাম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহ পরান, আলিফ ফিসারীজের স্বত্বাধিকারী মোঃ ইসমাইল হোসেন, মৎস্য চাষি ফয়েজ আহমেদ রাব্বি, আগামী ১৮-২৪ তারিখ পর্যন্ত মৎস্য সপ্তাহ ঘোষণা করা হয়।

এ সময় মৎস্য খাদ্য উৎপাদনে বেগমগঞ্জ ফিড মিল, মৎস্য উৎপাদনে এন.এস. ট্রেডার্স এন্ড ফিশারিজ ও আলিফ ফিশারীজকে পুরস্কৃত করা হয় সহ বিভিন্ন মৎস্য চাষিরা।


অনুষ্ঠান শেষে চৌমুহনী পৌরসভার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।