পহেলা বৈশাখ উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাংলা নববর্ষের প্রথম প্রহরে
চৌমুহনী চৌরাস্তায় আনন্দ শোভাযাত্রায় বিগত বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানায়।
উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।