কাষ্টমসের কর্মবিরতির মধ্যে বেনাপোল বন্দরে২ দিনে ১০৭৮ট্রাকপন্য আমদানি রফতানি হয়েছে।গত ২ দিনে এ বন্দর দিয়ে ১ হাজার ৭৬ ট্রাক পন্য আমদানি রফতানি হয়েছে। তবে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কাষ্টমসের পরীক্ষন ও শুল্কায়ন থাকছে বন্ধ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাবসায়িরা। এর ফলে বেনাপোল ও পেট্টাপোল বন্দরে আটকা পড়েছে প্রায় হাজারও পন্যবাহি ট্রাক।
বেনাপোলে কাষ্টমসের কর্মবিরতির মধ্যেই বিশেষ ব্যাবস্থায় চলছে আমদানি রফতানি
শেয়ার করুন

কাষ্টমসের কর্মবিরতির মধ্যে বেনাপোল বন্দরে২ দিনে ১০৭৮ট্রাকপন্য আমদানি রফতানি হয়েছে
বন্দর সংশ্লিষ্টরা জানান এনবিআর দ্বিধাবিভক্তি নিয়ে দেশব্যাপি চলছে কাস্টমসের ডাকা কলম বিরতি। ফলে বেনাপোল কাষ্টমসে বিকাল ৫ টা পর্যন্ত কাষ্টমসের পরীক্ষন ও শুল্কায়ন থাকছে বন্ধ। তবে বিশেষ ব্যাবস্থায় রফতানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।
এদিকে স্থানীয় ব্যাবসায়িদের দাবীম মুখে বিকাল ৫ টারপর থেকে আমদানি কার্য্যক্রম চলমান থাকছে বলে জানান বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।
বন্দর কর্তৃপক্ষ জানান কাষ্টমসের কর্মবিরতির মধ্যেই গত বৃহস্পতিবার আমদানি হয়েছে ৩৮২ট্রাকপন্য আর রফতানি হয়েছে ১৪৩ ট্রাকপন্য। আর গতকাল শনিবার আমদানি হয়েছে ৩৫৭ট্রাকপন্য রফতানি হয়েছে ১৯৪ ট্রাক পন্য। বন্দরের কার্য্রক্রম চলমান রয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
কাষ্টমসের কর্মবিরতিতে দুপারে শত শত পন্য বোঝায় ট্রাক আটকা পড়েছে বলে জানান বন্দর ব্যাবহারকারীরা। ফলে ভোগান্তি বাড়ছে তাদের।



