সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের গণশৌচাগারটি যেন এক ভূতুড়ে পরিবেশের প্রতিচ্ছবি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের গণশৌচাগারটি যেন এক ভূতুড়ে পরিবেশের প্রতিচ্ছবি। সেখানে নেই কোনো নিরাপদ দরজা, নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা, আর নেই কোনো পরিচ্ছন্নতার ছিটেফোঁটা। দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশী মানুষেরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পড়েন চরম বিপাকে। দরজা ভাঙা, সিটকানি উধাও, আর নোংরা পরিবেশ- সব মিলিয়ে এক নরক যন্ত্রণা যেন গণশৌচাগারটি । বাধ্য হয়েই নাকে কাপড় গুঁজে কোনোমতে কাজ সারতে হয় তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, টয়লেটের অবস্থা খুবই নাজুক। কোনোটির দরজা থাকলেও সিটকানি নেই। আবার দরজা ঠিক থাকলেও ভিতরে পানির ব্যবস্থা নেই। অনেক জায়গায় দরজা ও ট্যাপ ঠিক থাকলেও নেই বদনা। অন্যদিকে দরজা ও ফিটিংস ভাঙা অবস্থায় অযত্নে পড়ে রয়েছে। ভেতরের পরিবেশ আরো ভূতুড়ে! নোংরা ও দুর্গন্ধের কারণে সেখানে নাকে কাপড় না দিয়ে প্রবেশ করার কোনো পরিবেশ নেই। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষেরা এমন দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।
সেবা নিতে আসা চান্দাইকোনা ইউনিয়নের শিমলা এলাকার বাসিন্দা মিরা বেগম (৩৫) বলেন, উপজেলায় একটি কাজের জন্য সকালে এসেছি। পাবলিক টয়লেটটি নোংরা হওয়ায় সেখানে যাওয়ার পরিবেশ নেই। খুবই অস্বস্তি বোধ করছি।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত ফি পরিশোধ করে আমরা অডিটোরিয়াম হল রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে ৫ শতাধিক মানুষের উপস্থিতি ছিল। কিন্তু তারা প্রকৃতির ডাক সারতে কোনো শৌচাগার না পেয়ে বিড়ম্বনায় পড়েন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, যেন শৌচাগারটি দ্রুত ব্যবহার উপযোগী করে দেওয়া হয়।
উপজেলা পরিষদের বাহিরে অবস্থিত হোটেল ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, এখানে প্রতিদিন সবমিলিয়ে প্রায় হাজার খানেক মানুষ আসেন। এখানকার অডিটোরিয়াম হল রুমের টয়লেটটি ব্যবহার অনুপযোগী হওয়ায় আমরা সবাই সমস্যায় পড়ি। বিশেষ করে নারীরা আরো বেশি সমস্যায় পড়েন। উপজেলা চত্বরে একটি স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট তৈরি করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, জেলা পরিষদের নির্মিত এই অডিটোরিয়ামের শৌচাগারটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।