মাগো তুমি গর্ভধারী
তুমিই তো সন্তানের কাছে
হাসি-আনন্দের প্রতিচ্ছবি।
মাগো তুমি মহীয়সী নারী
প্রত্যেক সন্তানের কাছে
তুমিই তাদের একমাত্র রাণী।
মাগো তুমিই আশ্রয়দাতা
তোমার কোলে মাথা রেখে
আমরা পাই সুখের দেখা।
মাগো তুমি সব সন্তানের
পথ দেখানোর প্রথম আশা
এবং শিক্ষা অর্জনের একমাত্র দিশা।
মাগো তুমি সুখ-দুঃখের সাথী
দুনিয়া ও আখিরাতে তুমিই তো
একমাত্র বেহেশতের চাবিকাঠি।