বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে উত্তাল শহীদ মিনার: খুনিদের ফাঁসির দাবিতে স্লোগানে মুখর শিক্ষার্থী ও জনতা ঢাকা, ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। হাজারো শিক্ষার্থী ও জনতা মিছিল-স্লোগানের মাধ্যমে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র-জনতা শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। মাথায় জাতীয় পতাকা বাঁধা আন্দোলনকারীরা মিছিল নিয়ে একত্রিত হয়ে একযোগে স্লোগান দেন। ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ প্রভৃতি স্লোগান শহীদ মিনার এলাকা মুখরিত করে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ স্বৈরাচার পুনর্বাসনের অপচেষ্টা চলছে। আমরা এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন করতে হলে আমাদের অবশ্যই এই খুনিদের বিচারের আওতায় আনতে হবে। চট্টগ্রাম, খুলনা, নড়াইল, বগুড়া, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হন। অনেকেরই মাথায় জাতীয় পতাকা বাধা ছিল, যা আন্দোলনের চেতনাকে আরও শক্তিশালী করে তোলে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকার থেকে ঘোষণাপত্র পাঠের বিষয়ে বিভ্রান্তি দেখা দেওয়ায় এটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গতকাল সোমবার রাত পৌনে ২টার দিকে আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়, ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির মাধ্যমে দেশে বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেওয়া হবে। ৩ আগস্টের শহীদ মিনার প্রাঙ্গণে এমন উত্তাল দৃশ্য আরও একবার ছাত্র আন্দোলনের শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেছে।