বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদের ফেসবুক আইডি উধাও। উধাও হওয়া আইডিগুলো হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফি। এছাড়া অনলাইনএক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ গুরুত্বপূর্ণ কিছু নেতার ও ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুবের আইডি কাল রাত ১০ টার পর থেকে উধাও হয়ে গেছে। কাল (১ জানুয়ারী)বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপ থেকে এই তথ্য জানানো হয়। কিছু সূত্রের বরাতে জানা যায় ক্রাক প্লাটুন নামের একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলার জন্য নিজেদের দায় স্বীকার করেছে, তবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে, তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব আহমেদ রাত ৯টার দিকে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি উধাও হওয়া আইডিগুলোর লিংক চেয়ে একটি আহ্বান জানান। তার পোস্টের নিচে শতাধিক মন্তব্যে গণঅভুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজ হ্যাক হওয়ার দাবি করা হয়। তবে, কিছু গুঞ্জন শোনা গেছে যে, এই হামলার আশঙ্কায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের আইডি স্বেচ্ছায় ডিঅ্যাক্টিভেট (অস্থায়ীভাবে বন্ধ) করেছেন। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। এদিকে আব্দুল্লাহ এ ঘটনার জন্য আওয়ামী লীগের সাইবার টিমকে দায়ী করেন, দাবি করে বলেন, আমাদের পেজগুলো থেকে আন্দোলনে অংশ নেওয়া নেতাদের টার্গেট করে এই হামলা করা হয়েছে।