জালাল উদ্দিন (৩৮) পিতা মৃত মোহসন রাড়ী, আনু সরকার কান্দির বাসিন্দা।

জালাল উদ্দিন (৩৮) পিতা মৃত মোহসন রাড়ী, আনু সরকার কান্দির বাসিন্দা। জালাল উদ্দিন ঢাকা মানিকনগরের ব্যবসায়ী ছিলেন।ঢাকা মানিকনগর মুগদা থানায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই ২০২৪ জালাল উদ্দিন নিহত হয়। গত ২০ নভেম্বর ২৪ মৃত জালাল উদ্দিনের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন সেই পরিপেক্ষিতে আজ সকালে ১৫ জানুয়ারি সখিপুর আানন্দবাজার গণকবরস্থান থেকে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে পুনরায় ময়নাতদন্তের জন্য লা*শ উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়।মানিকনগর মুগদা থানা এলাকায় স্থানীয় ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক ন্যায়ের দাবি নিয়ে এই আন্দোলনে অংশ নেয়। তবে আন্দোলন সহিংস রূপ নেয়, এবং সংঘর্ষের এক পর্যায়ে জালাল উদ্দিনের মাথায় গুলির বৃদ্ধ হয়ে প্রাণ হারান। নিহত জালাল উদ্দিনের পরিবার দাবি করে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং এ বিষয়ে মুগদা থানায় ২০ নভেম্বর একটি মৃত হত্যা মামলা করেন মৃত জালাল উদ্দিনের স্ত্রী ও ঘটনার পরপরই পরিবার সুষ্ঠু তদন্তের দাবি জানায়। পুলিশের কর্মকর্তা সাব ইন্সপেক্টর কাইউম জানিয়েছেন, ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জালাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় থানায় কোন অভিযোগ ও ময়নাতদন্ত করা হয় নাই বিদায় আজ কবর থেকে লাশ ময়নাতদন্তের জন্য  উত্তোলন করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য সখিপুর থানার ওসি ওবায়দুল হক জানিয়েছেন, "ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করার চেষ্টা করা হচ্ছে। নতুন তথ্য উদ্ঘাটনের জন্য এই লা*শ উত্তোলন করা হলো।"