পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতে ৫টি খাবার হোটেলে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা উপজেলার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বোদা থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশন সহ বিভিন্ন অপরাধে বোদা উপজেলার বাগদাদ হোটেলের মালিককে ৫ হাজার, বৈশাখী হোটেলের মালিককে ৮ হাজার, মুনষ্টার হোটেলের মালিককে ৮ হাজার ও নর্থ ভিউ হোটেলের মালিককে ১০ হাজার এবং আটোয়ারী উপজেলার বোদা পৌর সদরের মিতু হোটেলের মালিককে ৫ হাজার জরিমানা করে তা আদায় করা হয়েছে।
একই সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সরক্ষরণ করার জন্য সর্তক করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি হোটেল মালিককে ৩৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।