‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে বোদায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, মৎস পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।

উপজেলা মৎস অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বোদা থানার ওসি আজিম উদ্দীন সহ কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলার মধ্যে বোদা উপজেলার সবচেয়ে বেশী মৎস অভয়াশ্রম রয়েছে। আরো কয়েকটি স্থানে অভয়াশ্রম গড়ে তোলার জন্য প্রস্তাব গৃহিত হয়েছে। অভয়াশ্রম গুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে নদীগুলোতে দেশী মাছের সংখ্যা ব্যপকহারো বাড়ানো সহ দেশী মাছের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব।  

মৎস সপ্তাহ উপলক্ষে একটি বণার্ঢ্য র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মাছ চাষীকে পুরস্কৃত সহ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।