ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে ৫৬ পিচ য়াবাসহ মাদক ব্যবসায়ী নুরুন্নবী (৪৪) নামক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। বোরহানউদ্দিন থানার এসআই মনজুর হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবাসহ তাহাকে আটক করা হয়।
আটককৃত নুরুন্নবী কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত হাবিবুল্লার ছেলে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আটক কৃত নুরুন্নবীর বিরুদ্ধে এর আগে ও একাধিক মাদক সংক্রান্ত মামলা আছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।