"দীঘিনালায় বৌদ্ধ বিহার ও শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভবেশ চাকমা" অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের মর্মবাণী আত্নবিশ্বাস রেখে পালন করছেন বৌদ্ধ ধর্ম । খাগড়াছড়ি দীঘিনালায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা দীঘিনালা উপজেলা বিভিন্ন বৌদ্ধ বিহার ও শিক্ষা কেন্দ্র পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ সোমবার (৭জুন) সকালে খাগড়াছড়ি দীঘিনালায় কয়েকটি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়ি দুঅর জ্ঞানাংকুর বৌদ্ধ বিহার ও শিক্ষাকেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা দীঘিনালা উপজেলায় বৌদ্ধ বিহার ও শিক্ষা কেন্দ্র পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভার জ্ঞানাংকুর বৌদ্ধ বিহারের সধারন সম্পাদক শাক্যমুনি চাকমার সঞ্চালনায়  এতে বক্তব্য রাখেন চাঙমা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আনন্দ মোহন চাকমা,দীপু লাক্ষ্য চাকমা,দীঘিনালা উপজেলা সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা প্রমূখ ।

এ সময়-ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা বলেন, সারা বাংলাদেশে ৩৮০০ টি বৌদ্ধ বিহার রয়েছে, পার্বত্য এলাকা সহ পিছিয়ে পড়া বৌদ্ধ বিহার গুলোতে আমরা সরকারি বরাদ্দ কৃত সকল সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম এবং সরকারি আরও সহযোগীতা পেলে আমরা শিক্ষা কার্যক্রম গুলো এগিয়ে নিবো। 

ভাইস চেয়ারম্যান আরও বলেন- ত্রিপিটক শিক্ষা কেন্দ্রে শিশুদের ধারণা দেওয়া মূল লক্ষ্য, জীবন মান উন্নয়নে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। 

সরকারের সকল সহযোগিতা সমতল বা পাহাড় নয়, সম বন্টনের মাধ্যমে ভাগ করবেন চাকমা সম্প্রদায়ের প্রথম বৌদ্ধ কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বভেশ।