চট্টগ্রামের অন্যতম সমাজসেবী সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম আজ ২৮ ডিসেম্বর নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে তাদের যুব সদস্য, স্টাফ ও শিশুদের নিয়ে Impact Review Summit 2024 আয়োজন করেছে। ২০২৪ সালের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার ফাইন্যান্স ও অ্যাডমিন ম্যানেজার ইমরান হায়দার খান, স্পন্সরের প্রতিনিধি জনাব বিশু দে, এপিলাপ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার পিকুল দাস জয়, কমিউনিটি ফেসিলেটর ফারহানা ইয়াসমিন,স্নিগ্ধা শিকদার,মোঃ আরিফ এবং ইয়ুথ পিয়ার গ্রুপ ফেসিলিটেটর মৌসুমী আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস ফর চেইঞ্জ-এর সভাপতি ফাহিমা আক্তার আখি, ঊষার আলো যুব সংঘের সভাপতি মোহাম্মদ জাবির বিন সোলাইমান এবং সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, ইয়ুথ ইনোভেশন ফর অ্যাকশন-এর সভাপতি ইফরাতুল জাহান স্বপ্না ও বিভিন্ন সংঘটনের যুব প্রতিনিধিরা।অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ইমরান হায়দার খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের সঙ্গে কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ব্রাইট বাংলাদেশ ফোরামের যুব শিশু এবং স্টাফরাই আমাদের শক্তি। তাদের সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, যুব নেতৃত্ব এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে করণীয় ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে। কীভাবে নেতৃত্বের বিকাশ ঘটানো যায় এবং কোন কাজগুলো সমস্যা তৈরি করতে পারে, তা নিয়ে কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি।এরপর প্রোগ্রাম ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ ২০২৪ সালের সাফল্যের উপর ভিত্তি করে ২০২৫ সালের সম্ভাব্য প্রজেক্টগুলো তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালে সংস্থাটি জনগণের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ২০২৫ সালে আরও কার্যকরী প্রজেক্টে মনোযোগ দেওয়া হবে।ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া তার বক্তব্যে বলেন, “ব্রাইট বাংলাদেশ ফোরাম দীর্ঘদিন ধরে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ চালিয়ে যাবে। বিশেষ করে যুব সদস্যদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে যুক্ত করতে এবং তাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে যা যা প্রয়োজন, তা করা হবে।অনুষ্ঠানের শেষাংশে কমিউনিটি ফেসিলিটেটর স্নিগ্ধা শিকদারের পরিচালনায় একটি সাংস্কৃতিক আয়োজন করা হয়। এতে যুব সদস্য, স্টাফ ও শিশুরা গান, নাচ, মিমিক্রি এবং স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে উপস্থিত সকলকে বিনোদন দেন। অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের কার্যক্রমের সফল সমাপ্তি এবং ২০২৫ সালের পরিকল্পনার প্রস্তুতির মাধ্যমে আনন্দঘন পরিবেশে শেষ হয়।