ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবক বিএসএফ-এর নির্যাতনে মারা গেছে বলে অভিযোগ উ‌ঠে‌ছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবক বিএসএফ-এর নির্যাতনে মারা গেছে বলে অভিযোগ  উ‌ঠে‌ছে । মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে ।  নিহ‌তের স্বজনরা জানান, মুন্নাকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে বাংলাদেশের অভ্যান্তরে ফেলে রাখা হয়।  বিকেলের দিকে মুন্না তার ধানের জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। এ সময় বিজিবি সদস্যরা টহলে গেলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্নার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, 'সীমান্তের কাছে আমাদের জমিতে সবজি চাষ করা হয়। বিকেলে আমার স্বামী সেই সবজি ক্ষেত দেখতে যায়। অনেক সময় পার হলেও না আসায় আমি খোজাখুজি শুরু করি। পরে একজন ফোন দিয়ে জানায় বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমি ঘটনাটি জানাই, তারপরও তার সন্ধ্যান পাচ্ছিলাম না। অনেক পর আমার স্বামীকে আহত অবস্থায় পেয়ে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন ।