সম্প্রতি ঢাকার কারওয়ান বাজারে এক তরমুজ বিক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন।তার আকর্ষণীয় বিক্রয় কৌশল ,যেমন ;"ঐ কিরে,ঐ কিরে ","মধু,মধু, রসমালাই" বলার ধরন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে তার এই বিক্রয় কৌশল।তবে এই ভাইরাল হওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।অনেক মানুষ কৌতূহলবশত তার দোকানে ভিড় জমাচ্ছে এবং তার সাথে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য ও ভিড় জমাচ্ছে।এতে করে প্রকৃত ক্রেতা তার দোকানে যেতে পারছিলো না ।যার ফলে তার তরমুজ বিক্রি ও হচ্ছিলো না।এতে করে সে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিলো। পরবর্তী তার কান্নায় ভেঙে পড়া ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনুরোধ জানিয়েছেন যেনো তার কাছ থেকে তরমুজ কিনে সকলে ।এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অভিনেতা শামীম হাসান সরকার।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে অনুরোধ করেছেন যেনো তাকে স্বাভাবিক ভাবে ব্যবসা করতে দেয়া হয়।অনেক নেটিজেনরা তার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।তবে সব থেকে আশার খবর হলো গতকাল রাতে "Pizzaburg"নামক একটি জনপ্রিয় দেশীয় রেস্টুরেন্ট এর পক্ষ থেকে ভাইরাল তরমুজ ব্যবসায়ীর প্রায় ১১৬৭ কেজি তরমুজ কিনে নেয়!এতে করে তিনি ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে যায় এবং অনেকটা খুশি হয়।