ফরিদপুরের ভাঙ্গায় নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় । সে ঐ গ্রামের মোতালেব ওরফে মতে শেখ এর স্ত্রী। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজন কাজে যাওয়ার সময় বাঁশ বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গঙ্গাদরদী গ্রামের একটি বাঁশবাগান থেকে গৃহবধূর গলায় ওরনা প্যাচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করতে পারে।