৩৫০০ হাজারের মত গরুর। এবারে পিরোজপুরের ৭ উপজেলার ১৮ টি স্হায়ী হাটসহ প্রায় ৩৫ স্থানে বসবে পশুর হাট।

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহত্তম পশুরহাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু৷ তবে এখনো জমে উঠেনি বেচাকেনা। মঙ্গলবার (২০জুন) উপজেলার দক্ষিন শিয়ালকাঠী বৃহত্তম স্থায়ী পশুরহাটের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে ক্রেতারা সাধ্যের মধ্যে কাঙ্ক্ষিত কোরবানির পশু খুজে চলছেন তবে পশু কিনছেন না ক্রেতারা ৷ ক্রেতাদের অভিযোগ গত বছর কোরবানির পশুর চেয়ে এবারে পশুর দাম কিছুটা বেশি। এছারাও পশুর ভিবিন্ন রোগ দেখা দেওয়ার শংকায় কোরবানির দুই একদিন আগে পশু কিনবেন বলে আশাবাদী ক্রেতারা৷ এদিকে গো খাদ্যর দাম বাড়ায় গরু দাম বেড়েছে বলে দাবি করেন খামারি ও বিক্রেতারা।

জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: তরুণ কুমার সিকদার জানিয়েছেন, শেষের দিকে পশু বিক্রি বাড়বে ৷ পিরোজপুর জেলায় এবার প্রায় ৪০ হাজার কোরবানির পশুর চাহিদা থাকলেও যোগান আছে ৩৫০০ হাজারের মত গরুর। এবারে পিরোজপুরের ৭ উপজেলার ১৮ টি স্হায়ী হাটসহ প্রায় ৩৫ স্থানে বসবে পশুর হাট। এদিকে চাহিদার থেকে উৎপাদন কম হলেও ক্রেতাদের চাহিদাপূরণ হবে বলে জানিয়েছেন বাজার কতৃপক্ষ৷ বৃহত্তম এ পশুরহাট ইজারা মুক্ত বলে পার্শবর্তী জেলা-উপজেলা থেকে প্রচুর পরিমানে খামারি ও বিক্রেতা এই পশুরহাটে পশু নিয়ে আসবেন বলে সকল ক্রেতাদের চাহিদাপূরণ সহ পশুর দাম সাধ্যের মধ্যে চলে আসবেন বলে ধারনা করেন তারা৷