পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নবগঠিত ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (২রা আগস্ট) বেলা ১২:৩০ এর সময় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাপক্ষে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ৯জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর ৩জন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেছেন৷ এ সময়ে লিখিত শপথ পাঠ করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী৷ শপথ গ্রহন করেন, ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুর রশিদ খসরু৷ সাধারণ কাউন্সিলর সিদ্দিকুর রহমান, তালুকদার এনামুল কবির, রুবেল খান, মো. আব্দুল কাদের হাওলাদার, মো. শাহিন মুন্সী, মো. দেলোয়ার হোসেন সিকদার, মো. জাহাঙ্গীর হোসেন, আলী হোসেন মিলন, গিয়াস উদ্দিন খন্দকার৷ সংরক্ষিত আসনের কাউন্সিলর, সাবিনা ইয়াসমিন খান, ইসরাত জাহান ও মিস জেসমিন আক্তার৷


উল্লেখ্য, ভান্ডারিয়া পৌরসভা গঠনের পর গত ১৭জুলাই পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এতে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ফাইজুর রশিদ খসরু, তিনি ৯হাজার ৬শত ২৫ভোট পেয়ে মেয়র পদে জয় যুক্ত হন।এ সময়ে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক পৌর প্রশাসক সীমা রানী ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, টুংগীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, এনায়েত আলী খান পান্না, মেজবাহ উদ্দিন আরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এহসাম হাওলাদার, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷

বিকালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক পৌর প্রশাসক সিমা রানী ধর নবনির্বাচিত পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু'র নিকট পৌরসভার সকল দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন৷ ভান্ডারিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়, শেখ কামাল নির্ণায়তনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এহসাম হাওলাদার এর সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদার৷ এ সময়ে, নবনির্বাচিত পৌর মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগণের উপস্থিতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ৷