সীমান্তরক্ষী বাহিনী (বি.এস.এফ) হাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মুরাদ হোসেন মুন্নাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

সীমান্তরক্ষী বাহিনী (বি.এস.এফ) হাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মুরাদ হোসেন মুন্নাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে আউলিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সীমান্ত সংলগ্ন এলাকায় বি.এস.এফ সদস্যরা মুরাদ হোসেন মুন্নাকে আটক করে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় স্থানীয় জনগণ ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।  

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা হেফাজত নেতা মাওঃ জুনায়েদ কাসেমী বিজয়নগর উপজেলা হেফাজতের সভাপতি মাওঃ শফিকুল ইসলাম, বিজয়নগর উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওঃ আফজাল হোসাইন, হেফাজত নেতা মুফতি রহমতুল্লাহ কাসেমী, মাওলানা কবির আহমেদ, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম শিশু মিয়া, বিএনপি নেতা মোঃ ইয়াহিয়া খাঁন, এনসিপি নেতা জোহান আহমদ ও মোঃ খাইরুল ইসলাম, ইয়াহিয়া খাঁন, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ শাহ আলম, উপজেলা সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশন মোঃ সুমন হাজারী ও রানা প্রমুখ


বক্তারা বলেন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি তোলেন। তারা বাংলাদেশ সরকারের কাছে জোরদার কূটনৈতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বানও জানান।  

তারা আরও বলেন, "বারবার বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় ভারতীয় বি.এস.এফ-এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।" তারা এ ধরনের হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও কামনা করেন।