চতুর্থ ধাপে নৌবাহিনীর চারটি জাহাজযোগে আবারো ৯৬৩ জন রোহিঙ্গা কে ভাসানচর আনার মধ্য দিয়ে, ভাসানচরে রোহিঙ্গা সংখ্যা ৩০ হাজার ছাড়ালো ।

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে কক্সবাজার থেকে বানৌজা টুনা, বানৌজা ডলফিন এবং বানৌজা পেঙ্গুইন যোগে ৯৬৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়েছে।  ১৭ অক্টোবর সোমবার বিকেল ৫টায় রোহিঙ্গা বোঝাই জাহাজ, বানৌজা টুনা ভাসানচরে চরে পৌচানোর মধ্য ৪র্থ ধাপের কার্যক্রম শুরু হয়। নৌবাহিনীর ভাসানচর ক্যাম্পের অফিসার ইনচার্জ লেফটেন্যান্ট হাসেম বলেন, নতুন রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে ৮৮, ৮৯ ও ৯০ নং ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হবে।